কালের স্বাক্ষী বহনকারী তিস্তার তীরে গড়ে উঠা হাতীবান্ধা উপজেলার একটি বানিজ্যিক অঞ্চল হলো গোতমারী ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ গোতামারী ইউনিয়ন ব্যবসা-বানিজ্য, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বাকীয়তায় আজও সমুজ্জ্বল।
(ক) ভৌগোলিক অবস্থানঃ
ইউনিয়নের উত্তর ও পূর্বে ভারতের কুচবিহার,
দক্ষিণে ভেলাগুড়ি ইউনিয়ন,
পশ্চিমে নওদাবাস ও টংভাঙ্গা ইউনিয়ন
(খ) আয়তনঃ ১২.৮০০ বর্গ কিলোমিটার
(গ) মোট জমির পরিমান- ৬৩৬৫.১১ একর
মাঠ মলিকানা- ৫৮৪৩.০৮ একর,
খাস- ৩৫৮.৯৪ একর,
অর্পিত- ১৬০.৫৯ একর,
হাট- ২.৫০ একর,
আবাদী- ৫,৩৬৫ একর
(ঘ) জনসংখ্যা- ২৮,৮১৩ জন,
পুরুষ- ১৪,১৪৫ জন,
মহিলা- ১৪,৬৬৮ জন,
প্রতিবন্ধী- ৫৮ জন,(পুরুষ-২৮,মহিলা-৩০)
ঘনত্ব- প্রতি বর্গ কিলোমিটারে ২২৫০ জন
(ঙ) নির্বাচনী এলাকাঃ লালমনিরহাট-০১
(চ) অফিস সমূহঃ
(১) ভূমি অফিস (২) ব্যাংক (৩) স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক
(৪) পোষ্ট অফিস (৫) এন.জি.ও সংস্থা (৬) পশুপাখি কল্যান কেন্দ্র
(৭) সমাজ সেবা কেন্দ্র (৮) বি.আর.ডি.পি (৯) জনস্বাস্থ্য উপ-সহকারী
(১০) আনসার ভি.ডি.পি (১১)ভি.আই.পি কক্ষ (১২) কৃষি পরামর্শ কেন্দ্র
(ছ) গ্রাম- ৫টি, (১) উত্তর গোতামারী (২) দক্ষিণ গোতামারী (৩) দইখাওয়া
(৪) গাওচুলকা (৫) আমঝোল
(জ) আদর্শ গ্রাম ১টি (১) দইখাওয়া আদর্শ গ্রাম
(ঝ) মৌজা- ০৫ টি (১) উত্তর গোতামারী (২) দক্ষিণ গোতামারী (৩) দইখাওয়া
(৪) গাওচুলকা (৫) আমঝোল
(ঞ) শিক্ষার হার – ৫৩%
(ট) বিদ্যালয়ঃ
প্রাথমিক (সরকারী)- ০৫ টি
প্রাথমিক (রেজিঃ)- ০৭ টি
প্রাথমিক (বে-সরকারী)- ০৩ টি
কিন্ডার গার্টন- ০১ টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়- ০২ টি
মাধ্যমিক বিদ্যালয়- ০২ টি
মহাবিদ্যালয়- ০২ টি
মাদরাসাঃ
আলিম মাদরাসা- ০২ টি
দাখিল মাদরাসা- ০১ টি
ইবতেদায়ী মাদরাসা- ০১ টি
ক্বওমী মাদরাসা- ০৩ টি
(ঠ) হাট বাজার- ০১টি
(ড) মসজিদ- ৩২ টি, ঈদগাহ ০৭ টি, কবরস্থান- ০৩ টি
(ঢ) মন্দির- ২৫ টি, শ্বশান- ০৬টি,
(ণ) পাকা রাস্তা- ০৬ কি.মি. কাঁচা রাস্তা ১৮৫ কি.মি.
(ত) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
(থ) উপকারভোগীঃ
ভি.জি.ডি- ১৯১,
ভি.জি.এফ- ১৫০০
বয়স্ক ভাতা- ৪১৪ (পুরুষ- ২১৫, মহিলা- ১৯৯)
বিধবা ভাতা- ৩৬৭
মাতৃত্ব ভাতা- ১৭
মুক্তিযোদ্ধা ভাতা- ১৭
(দ) দায়িত্বরত চেয়ারম্যান – জনাব মো: আব্দুল জলিল মিয়া
(ধ) ইউনিয়ন পরিষদ জনবল –
(১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
(২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
(৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস