মাসিক সভার সিদ্ধান্ত সমূহ
সভার সিদ্ধান্ত সমূহঃ
সভার স্থানঃ ০৯ নং আদর্শ গোতামারী ইউপি
অধিবেশন নং ৫/১৩
তারিখঃ ২৩-০৬-২০১৩ খ্রিঃ
অধিবেশনের নামঃ উন্মুক্ত বাজেট ঘোষনা
আলোচ্য বিষয়ঃ
১। গত সভার কার্যাবলী পাঠ ও অনুমোদন।
২। ২০১৩-১৪ অর্থ বৎসরের উন্মুক্ত বাজেট চুড়ান্ত ঘোষনা করুন
৩। সকল প্রকার বিল ভাউচার সমুহ সভায় অনুমোদন
৪। বি.বি.ধ
উপস্থিতি প্রতিস্বাক্ষরিত
সিদ্ধান্ত সমূহঃ
অদ্যকার সভায় জনাব মোঃ আঃ জলিল মিয়া সভাপতির আসন গ্রহণ করলে সভার কাজ আরাম্ভ হয়। সভাপতি সাহেব উপস্থিত সন্মানিত সদস্যগণকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ শুরু করেন। সভায় গত সভার কার্য বিবরণী পাঠ করে শুনানো হয়। অতঃপর সিদ্ধান্ত আলোচনা ও সিদ্ধান্তসমূহ গৃহিত হয়।
১। ২০১২-১৩ অর্থ বছরের বাজেট হিসাব নিকাশাদী আলোচনা
২। ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট প্রনয়ন ও অনুমোদন করণ
৩। সকল বিল ভাউচার সমূহ আলোচনা করণ
০১ নং আলোচ্য বিষয়ে সভাপতি সাহেব উপস্থিত সকলকে জানান যে ২০১৩-১৪ অর্থ বছরের বাজেট প্রস্তুত এর পূর্বে ২০১২-১৩ বাজেট সমূহের পর্যালোচনা করার প্রস্তাবটি গৃহিত হয়।
০২ নং আলোচ্য বিষয়ে কোন রূপ সংশোধন না থাকায় তাহা সর্ব সম্মতি ক্রমে গৃহিত হইল।
০৩ নং আলোচ্য সূচী সভায় আলোকপাত করা হয় এবং বাজেটে টাকা ধার্য থাকিলে চলিবেনা, তাহা আদায় করার জন্য সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন। যদি আয় না বাড়ে তাহলে সেবা কার্য অব্যাহত রইবে। উপস্থিত সকল সভ্য গণ ভাউচার সমূহ অনুমোদনের করন বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষেরদৃষ্টি কামনা করেন।সভায় সভাপতি সাহেব উপস্থিত সভ্য গণকে জানান যে, ২০১৩-১৪অর্থ বছরের খসড়া বাজেট প্রস্তুত করে অনুমোদনের জন্য জেলা প্রশাসক মহোদয় বরাবরে প্রেরণ করা প্রয়োজন প্রস্তাবটি অত্র সভায় গৃহিত হইল।
২০১২-১৩ অর্থ বছরের বাজেট হিসাব নিকাশাদি পর্যালোচনান্তে ২০১৩-১৪ অর্থ বছরের ১লা জুলাই/১৩ হইতে ৩০শে জুন/২০১৪ পর্যন্ত সঙশ্লিষ্ট বাজেট ফরম ইউপি-১ আয় ১,৬৪,৪৬,১৫৮.৩২/= (এক কোটি চৌষট্টি লক্ষ ছিচল্লিশ হাজার একশত আটান্ন টাকা বত্রিশ পয়সা) টাকা মাত্র, ব্যয় ১,৬৪,০০,৮০০.০০/= (এক কোটি চৌষট্টি লক্ষ আটশত) টাকা মাত্র। সমাপনী স্থিতি ১,৩৮,৯৫৮.৩২/= (এক লক্ষ আটত্রিশ হাজার নয় শত আটান্ন টাকা বত্রিশ পয়সা)লিপিবদ্ধ ধার্য করা হয়।
ইহা অত্র ইউনিয়নের বসত বাড়ী, পেশা, ব্যবসা, যানবহন, ভিজিডি, ভিজিএফ, কাবিখা, কাবিটা, টিআর, উন্নয়ন বরাদ্দ ১%, জি আর, ১০০ দিনের কর্মসূচী যাহা আয় অনুপাতে ব্যয় করা হইবে। সকল প্রকার ট্যাক্স, কর, সরকারী ফরম ও বিধি মোতাবেক আদায় করা হইবে। ইহা সর্বসম্মতিক্রমে গৃহিত ো পাশ করা হইল।
অত্র বাজেট ১লা জুলাই ২০১৩ হইতে ৩০ জুন ২০১৪ ইং পর্যন্ত বলবত থাকিবে। উল্লেখ্য যে, প্রয়োজনে অত্র বাজেটের আঙশিক সংশোধন, পরিবর্তন, সংযোজন ও পরিবহণ করা যাইবে। তাহা অর্থ বছর শুরু হওয়ার ৩ মাসের মধ্যে হইতে হবে। অতপর অত্র বাজেট জেলা প্রশাসক লালমনিরহাট মহোদয় কর্তৃক অনুমোদন লাভের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চেয়ারম্যান সাহেবের দৃষ্টি আকর্ষন করা হইল।
পরিশেষে সভাপতি সাহেব সকল সদস্য বৃন্দের বক্তব্য ধর্যসহকারে শুনেন ও চুড়ান্ত বাজেট অনুমোদন, ভাইচার সমূহ অনুমোদন লাভ করেন।
অতপর সভায় আর কোন আলেচনা না থাকায় উপস্থিত সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ দিয়ে সভার কাজ সমাপ্ত করেন।
চেয়ারম্যান
মোঃ আব্দুল জলিল মিয়া
০৯ নং আদর্শ গোতামারী ইউপি
হাতীবান্ধা, লালমনিরহাট।